কৃষি অর্থনীতি

দক্ষিণ বাংলা হবে স্বর্গবাংলা

  • নাহিদ বিন রফিক
  • প্রকাশিত ১৭ অক্টোবর, ২০১৮

১৩ অক্টোবর বরগুনার আমতলি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কার্যক্রম ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বরিশাল অঞ্চলের উপকূলীয় কৃষি উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি এ কথা বলেন। উপজেলা কৃষি অফিস আয়োজিত এ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম বাবু এমপি, মো. মামুনুর রশীদ কিরণ এমপি, একেএম রেজাউল করিম তানসেন এমপি, মো. নুরুল ইসলাম ওমর এমপি, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) পরিচালক (সরেজমিন উইং) ড. মো. আবদুল মুঈদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হুসেন, ডিএই; বরগুনার উপপরিচালক মো. সাইনুর আজম খান, উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন, আমতলির পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার এসএম বদরুল আলম, কৃষক কামাল মোল্লা, কৃষাণী ফারজানা প্রমুখ। অনুষ্ঠানে কৃষকসহ ডিএই, কৃষি তথ্য সার্ভিস, বিএডিসি এবং ব্রি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-নাহিদ বিন রফিক, বরিশাল কৃষি সম্প্রসারণ অফিস

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads