সারা দেশ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সোনারগাঁয়ের সন্তান নিহত

  • ''
  • প্রকাশিত ২৫ এপ্রিল, ২০২৪

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় ডাকাতিকালে সন্ত্রাসীদের হামলায় সোনারগাঁয়ের সন্তান প্রবাসী কামাল হোসেন ওরফে আসিফ ইকবাল (৫০) নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩ ঘটিকায় দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন স্থানীয় ডাকাত দল হানা দিলে পালানোর সময় হামলায় নিহত হোন তিনি।

নিহত ব্যবসায়ী কামাল হোসেনের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। সোনারগাঁয়ে তার নিজ বাড়িতে স্ত্রীসহ ৯ বছর বয়সী একমাত্র মেয়ে আলিনা রয়েছে।

নিহতের ভাগিনা আরাফাত হোসেন সিফাত জানান, কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করে আসছিলেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা তার মাথা পলিথিন দিয়ে আটকিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার পর দক্ষিণ আফ্রিকার পুলিশ এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যবসায়ী কামাল হোসেনের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads