তৃতীয় দিনেও বিক্ষোভে পোশাক শ্রমিকেরা

টানা তৃতীয় দিনেও রাজধানীতে বিক্ষোভ করে পোশাক শ্রমিকেরা

সংগৃহীত

জাতীয়

তৃতীয় দিনেও বিক্ষোভে পোশাক শ্রমিকেরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ জানুয়ারি, ২০১৯

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা।  আজ মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা রাজধানী উত্তরার উত্তরখান ও দক্ষিণখান এলাকায় বিক্ষোভ দেখায় পোশাক শ্রমিকেরা।

আজ সকাল ৯টার দিকে সংশ্লিষ্ট কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সড়ক অবরোধের চেষ্টা চালায়। তবে পুলিশ তাদের বাধা দেয়।

আজমপুর রেলক্রসিংয়ের কাছে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। এর আগে বিক্ষুব্ধ শ্রমিকেরা ওই এলাকার একটি পোশাক কারখানায় আগুন লাগিয়ে দেন।

এদিকে, দুপুরে মিরপুরের কালশিতে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধারওয়ার ঘটনা ঘটেছে। এসময় রাস্তার উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি পল্লবীর রোকেয়া স্মরণী এলাকায়ও বিভিন্ন কারখানার শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ দেখায়। ওই এলাকায় কয়েক ঘণ্টার জন্য যানচলাচল বন্ধ থাকে।

বেতন বৈষম্যের অভিযোগ এনে সাভারেও বিক্ষোভ দেখিয়েছে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে শ্রমিক ও পুলিশসহ আহত হন অন্তত অর্ধশতাধিক। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads