কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় তিস্তায় জেগে ওঠা চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামে শীতের আগাম সবজি চাষে কৃষকদের মধ্যে ধুম পড়েছে। শীতকালীন শাকসবজি আগাম বাজারে তুলতে পারলেই অধিক মুনাফা পাওয়া যাবে- এই আশায় কৃষকরা সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।
কৃষি বিভাগ জানায়, উপজেলায় এবার ৪৫৬ হেক্টর জমিতে মূলা, লাউ, শিম, পাতাকফি, ফুলকফি, বেগুন, টমেটো, করলা, ঝিঙাসহ বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে। এ বছর বৃষ্টি কম হওয়ায় উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় এখন ব্যস্ত কৃষকরা।
সূত্র জানায়, কৃষকরা শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ করছে এসব শীতকালীন শাকসবজি। শীতের শুরুতে ঢাকাসহ দেশে বিভিন্ন জেলার পাইকারদের কাছে আগাম এসব সবজি বিক্রি করবেন কৃষকরা।
ধুমেরকুটি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইয়েদুল ইসলাম বলেন, কৃষকরা যে ফসলে মুনাফা পায়, সেটাতেই ঝুঁকে পড়েন। শুধু এ উপজেলায় নয়, সারা দেশে সবজির ব্যাপক চাহিদা রয়েছে। তাই কৃষকরা অধিক মুনাফা লাভের আশায় আগাম সবজি চাষে ঝুঁকে পড়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, কৃষি বিভাগের লোকজনের নিয়মিত মনিটরিংয়ে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে উৎপাদন বাড়ায় কৃষকদের মুনাফাও বেড়েছে কয়েকগুণ। চাষিরা এখন বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের সবজি চাষাবাদ করে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে বলেও জানান তিনি।