তিন মাধ্যম নিয়ে জাকারবার্গের নতুন পরিকল্পনা

জাকারবার্গ

ছবি : ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া

তিন মাধ্যম নিয়ে জাকারবার্গের নতুন পরিকল্পনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ জানুয়ারি, ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দিয়ে শুরু হলেও পরবর্তীতে মার্ক জাকারবার্গ অধিগ্রহণ করেছেন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। আলাদাভাবে কাজ করলেও এবার এ তিন প্ল্যাটফর্মকে সংযুক্ত করার পরিকল্পনা করছেন জাকারবার্গ। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে এক প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীরা অন্য প্ল্যাটফর্মে মেসেজ পাঠাতে পারবেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতেই এ সুবিধা চালু হতে পারে। এর জন্য কাজ করছে ফেসবুকের বিশাল কর্মী বাহিনী। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, উভয় অ্যাপের প্রতিষ্ঠাতাই ফেসবুক ছেড়ে যাওয়ায় এ পরিকল্পনায় আপাতত কোনো বাধার সম্ভাবনাও নেই।

এ সুবিধা চালুর জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থা চালু করা হবে বলেও জানানো হয়েছে এ প্রতিবেদনে। ফলে উভয় প্রান্তের আলোচনাই থাকবে সুরক্ষিত। বর্তমানে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের এ ফিচার রয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে নানামুখী চাপে রয়েছে ফেসবুক। এরই অংশ হিসেবে এই নিরাপত্তা ফিচারটি রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাহলে কি এই তিনটি প্ল্যাটফর্মকে একীভূত করা হবে? সংশ্লিষ্টরা বলছেন, এখন যেভাবে রয়েছে সে রকমই স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ হিসেবেই থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। আলাদা অ্যাপ হলেও এক অ্যাপ থেকে অন্য অ্যাপের ব্যবহারকারীর কাছে মেসেজ পাঠানোর সুবিধা থাকবে।

এ পরিকল্পনার বিষয়ে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, কীভাবে এটি কাজ করবে তার দীর্ঘ প্রক্রিয়া নিয়ে কাজ শুরুর পর এ নিয়ে অনেক আলোচনা সমালোচনাই হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads