পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মোস্তফা কামালকে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান গত রোববার অবসরে যান। এরপর ওইদিন বিকালেই পেট্রোবাংলা থেকে এই আদেশ জারি করা হয়।
পেট্রোবাংলা সূত্র জানায়, মোস্তফা কামাল সরকারের অতিরিক্ত সচিব। তিনি পেট্রোবাংলা চেয়ারম্যানের সমপদমর্যাদার। তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের পদটি আরো এক স্তর নিচের। সঙ্গত কারণে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে সরকার। এ সপ্তাহ বা তারপরের সপ্তাহে স্থায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হবে।