সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ডধারীদের উপস্থিতিতে যাচাই ও বাছাই করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার পরিষদ চত্বরে বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার যাছাই ও বাচাই করা হয়।
এতে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান, উপজেলা চেয়ারম্যান মোঃমনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, সাংবাদিক মোঃমনিরুল ইসলাম, আঃ বারী, হাদিউল হৃদয়, উপজেলা সমাজসেবা অফিসার মো. আলাউদ্দিন, ইউপি সদস্যরা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।