তাড়াশে বিরল প্রজাতির শকুন উদ্ধার

বিরল প্রজাতির শকুন উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

জীব ও পরিবেশ

তাড়াশে বিরল প্রজাতির শকুন উদ্ধার

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৫ জানুয়ারি, ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী পশ্চিমপাড়া নজিবুর রহমানের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়।

তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, গত বুধবার দুপুরে চককুশাবাড়ী গ্রামের নজিবর রহমানের বাড়ির আঙিনায় হঠাৎ করে বিরল প্রজাতির ওই শুকুনটি অসুস্থ অবস্থায় উড়তে  না পেরে পড়ে যায়। পরে নজিবুর রহমান শকুনটিকে ধরে একটি ঘরে রশি দিয়ে বেঁধে রাখেন এবং খাবার খেতে দেন। পরে লোকজন শকুনটি দেখতে সেখানে ভিড় জমায়। অনেকে শকুনটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পাবনা বন বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে শকুনের ভাইরাল হওয়া ছবির কথা তাড়াশ উপজেলা বন কর্মকর্তাকে জানান।

মোসলেম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি চককুশাবাড়ী গ্রামে গিয়ে শকুনটি উদ্ধারের চেষ্টা করেন। এতে বন বিভাগের সহযোগিতা প্রয়োজন হওয়ায় তিনি তাড়াশ ইউএনও ইফফাত জাহানকে জানান। তাড়াশ ইউএনও তাৎক্ষণিকভাবে রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মাঠকর্মীসহ পুলিশ নজিবুর রহমানের বাড়িতে গিয়ে শকুনটি উদ্ধার করে। এ সময় ইউএনও ইফফাত জাহানও সেখানে উপস্থিত ছিলেন।

বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, শকুনটি বিলুপ্তপ্রায় প্রজাতির পাখি। যথাযথ চিকিৎসা দিয়ে শকুনটিকে সুস্থ করার চেষ্টা চলছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads