তাড়াশে কমিউনিটি ক্লিনিক বন্ধ, রোগীদের ভোগান্তি

সংগৃহীত ছবি

সারা দেশ

তাড়াশে কমিউনিটি ক্লিনিক বন্ধ, রোগীদের ভোগান্তি

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মার্চ, ২০২০

সিরাজগঞ্জের তাড়াশের সগুনা ইউনিয়নের সবুজপাড়া কমিউনিটি ক্লিনিকটি বন্ধ রয়েছে। চিকিৎসা সেবা না পেয়ে বিভিন্ন ধরনের রোগীরা ফিরে যাচ্ছেন। সুষ্ঠু তদারকির অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে এ কমিউনিটি ক্লিনিকটি।

এলাকাবাসীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব দিয়েছেন। কিন্তু অসাধু কিছু সিএইচসিপির কারণে ভেস্তে যেতে বসেছে স্বাস্থ্যসেবা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপাড়া কমিউনিটি ক্লিনিকটি বন্ধ রয়েছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এনামুল হক অনুপস্থিত রয়েছেন সপ্তাহ জুড়ে। এতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষাসহ গ্রামীণ শিশু, নারী ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আশপাশ থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। তাছাড়া নিয়মিত তদারকির অভাবে ঝোপঝাড়ে পরিণত হয়েছে কমিউনিটি ক্লিনিকটি।

এলাকার বাসিন্দা কুলসুন খাতুন, মরিয়ম খাতুনসহ একাধিক ব্যক্তি জানান, প্রতিদিন প্রায় ৩০-৪০ জন রোগী সেবা নিতে আসেন। কিন্তু সিএইচসিপি এনামুল হক নিয়মিত থাকেন না। বেশিরভাগ সময়ই এই ক্লিনিক বন্ধ থাকে।
শাহ্ আলম নামে আরেকজন বলেন, আমার জ্বর কাঁশি। এসেছি ওষুধ নেয়ার জন্য। এখানে ওষুধও নেই। ডাক্তারও নেই। তাই বাড়ি ফিরে যাচ্ছি।

সিএইচসিপি এনামুল হকের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আতাহার আলী জানান, সিএইচসিপি এনামুলের বিষয়ে আমি খোঁজখবর নিচ্ছি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads