সাতক্ষীরার তালা বাজারে আগুনে পুড়ে ছাঁই হয়েছে ৮টি মুদিখানা দোকান। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যাবসায়ি ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তালা কাঁচাবাজারের ৮টি দোকানে আগুন লাগে। আগুনে পুড়েছে স্থানীয় ব্যবসায়ি বিশ্বনাথ সাধু, শক্তি সাধু ও আব্দুল জলিলসহ ৮জনের দোকান। এ সময় গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে বাজারে থাকা নৈশ্য প্রহরীসহ বিভিন্ন লোকজন যে যার মত পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাঁই হয় ওই ৮টি দোকান। দোকানগুলোতে চাল, ডাল, আটা, তেল, চা, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ব্যবসায়িরা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল আগুনে দোকানগুলো পুড়ে ছাঁই হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এতে ব্যাবসায়িদের কয়েক লক্ষ টাকার মুদি মালামাল পুড়ে ছাঁই হয়েছে। তবে ধারণা করা যাচ্ছে যে,বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।