তালায় প্রতিপক্ষের আঘাতে এক নারী জখম

তালায় প্রতিপক্ষের হামলায় গুরুত্বর জখম হলেন জাতপুর গ্রামের কদবানু বেগম খুকি (৫৫)

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

তালায় প্রতিপক্ষের আঘাতে এক নারী জখম

  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ নভেম্বর, ২০১৮

সাতক্ষীরা তালা উপজেলার পল্লীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী গুরুত্বর জখম হয়ে তালা হাসপাতালের ১৪নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের জাতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এব্যাপারে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আহত নারী হলেন, জাতপুর গ্রামের মৃত খবির উদ্দীন বিশ্বাসের পুত্র মোঃ বজলুর রহমান বিশ্বাস(৬০) তার স্ত্রী কদবানু বেগম খুকি(৫৫) ও মেয়ে লাবনি খাতুন(২৪)। তবে এর মধ্যে কদবানুর অবস্থা আশংখাজনক। এঘটনায় কদবানু বাদী হয়ে ৩ জনকে আসামী করে তালা থানায় একটি এজাহার দাখিল করেছেন।

মামলার বিবরণে জানাযায়, প্রতিপক্ষ জাতপুর গ্রামের হামিদুল বিশ্বাসের ছেলে মোঃ সামিউল বিশ্বাস(২৪), দলিল উদ্দীনের পুত্র হামিদুল বিশ্বাস(৪৫), হামিদুলের স্ত্রী আছমা বেগম(৪০) দের সহিত জমি-জমা সংক্রান্ত বিষয়নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার অনাকাঙ্খিত ভাবে বজলুর বিশ্বাস এর বাড়ীতে প্রবেশ করে কথা কাটাকাটির করার একপর্যায় মারপিঠ শুরু করে। এসময় সামিউল এর হাতে থাকা ধারালো অস্ত্র দ্বারা কদবানুর মাথায় ২টি কোপ মারলে সে গুরুত্বর জখম হয়। প্রতিপক্ষ এসময় কদবানুর শ্লীলতাহানী ঘটানোসহ গলার স্বর্ণের চেইন খুলে নিয়ে যায়।

তালা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মেরিনা আক্তার জানান, বজলুর রহমানের মাথায় একজায়গায় এবং কদবানুর মাথায় ৩ জায়গায় ইনজুরি ছিলো বেশ কয়েটি সেলাই কদবানুকে দেওয়া হয়েছে। তবে কদবানুর ডায়াবেটিস থাকায় প্রচুর রক্ত খরন হয়েছে এবং তার অবস্থা খুব ভালো ছিলো না।

ওসি মেহেদী রাসেল জানান, এঘটনায় কদবানু বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads