সাতক্ষীরার তালায় উপজেলা পরিষদ নির্বাচনে কাউন্সিল ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি এম মুনছুর আহম্মেদ।
বর্ধিত সভায় উপজেলা আ’লীগের সভাপতি স্বাগত বক্তব্যে নির্বাচন না করে সকল প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠাতে বলেন। এসময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কু প্রস্তাব করেন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী নির্ধারন করে কেন্দ্রে পাঠাতে হবে। কিন্তু সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি এম মুনছুর আহম্মেদ ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে ভোট বর্জন করলে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলররা বিক্ষুব্ধ ভাবে তালা প্রেসক্লাবের মোড় থেকে হাসপাতাল গেট পর্যন্ত রাস্তায় শুয়ে পড়ে এবং কাঠ ও ইজিবাইক রেখে রাস্তায় জেলা আ’লীগ এর সভাপতি ও সম্পাদককে আড়াইঘন্টা অবরুদ্ধ করে রাখে।
কাউন্সিলরদের ভোটের দাবী না মানলে তাকে মুক্ত করা হবে না। এসময় কাউন্সিলররা দফায় দফায় শ্লোগান দিতে থাকে ভোট চাই দিতে হবে। শ্লোগানে কাউন্সিলররা আরও বলেন, জেলা নেতাকে ভোট না দিয়ে গোপনে প্রার্থীদের নিকট থেকে অর্থ বানিজ্য করতে দেওয়া হবে না। তবে নির্বাচনে অংশ নেওয়া উপজেলা আ’লীগের সভাপতি বাদে সকল প্রার্থীরা ভোটের পক্ষে অবস্থান নিতে দেখাগেছে। এসময় অবরুদ্ধ সড়ক নিয়ন্ত্রন করতে তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ও পাটকেলঘাটা তালা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু কাউন্সিলরদের দাবীর মুখে তারাও টিকতে পানেনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহম্মেদ আড়াই ঘন্টা অবরুদ্ধ থাকার পর কাউন্সিলরদের দাবি মেনে নিয়ে হ্যান্ড মাইকে ঘোষনা করেন, রবিবার ২৭ জানুয়ারি বেলা ১১ টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী চুড়ান্ত করা হবে। এসময় তিনি সকল কাউন্সিলর ও প্রার্থীদের উপস্থিত থাকার আহবান জানান। পরে কাঠ ও বাইক সরিয়ে সড়ক মুক্ত করা হয়।
তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক কে অবরুদ্ধ করে রাখার ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে কাউন্সিলরদের যৌক্তিক দাবি জানতে পেরে জেলা সভাপতি-সম্পাদকের সাথে আলোচনা করা হয়। পরে তিনি ভোটের ঘোষনা দেওয়ায় বিষয়টি নিস্পত্তি হয়েছে।