বাঁ হাতের কব্জিতে ব্যথা পেয়েছিলেন। তাতেই শেষ এশিয়া কাপ মিশন। ধারণা করা হচ্ছিল অস্ত্রোপচার লাগতে পারে তামিম ইকবালের। তবে লন্ডনে গিয়ে সুসংবাদ পেলেন হার্ড হিটার ওপেনার। তার অস্ত্রোপচার লাগছে না।
শল্যবিদ ডেভিড ওয়ারউইককে দেখানোর পর তিনি বলেছেন, অস্ত্রোপচার দরকার হবে না তার। সবকিছু ঠিক থাকলে আট সপ্তাহ বিশ্রামে থাকার পর ব্যাট করতে পারবেন তিনি। এর আগে তামিমের হাতের এক্সরে পাঠানো হয়েছিল ডা. ওয়ারউইক ও অস্ট্রেলিয়ার শল্যবিদ ডেভিড হয়ের কাছে। দুজনেই অস্ত্রোপচার না করানোর পক্ষেই মত দিয়েছিলেন।
সেটা নিশ্চিত করতে তামিম গেছেন লন্ডনে। ওয়ারউইক সেখানে তাকে বলেছেন, এক মাস হাত এভাবেই রাখতে হবে। ছয় সপ্তাহ পর অনুশীলন শুরু করতে পারবেন, আর আট সপ্তাহ পরই ব্যাট করতে পারবেন। যার মানে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই ফিরতে পারেন তামিম।