২০১৩ সালের ৩ ফেব্রুয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে জন্ম নেয় “প্রকৃতি সংরক্ষণ উদ্দ্যোগ (Nature Conservation Initiative-NCI) । সেই থেকে এখন পর্যন্ত নিরলস ভাবে কাজ করছে এর কর্মীরা।
করোনার এই দুঃসময়ে বিশ্ব যখন থমকে আছে তখনও থেমে নেই “এন সি আই” এর কর্মীবৃন্দ। নানা রকম প্রোগ্রামের মাধ্যমে দেশের মানুষকে সচেতন করার ব্রত নিয়ে কাজ করছে সংগঠনটি। সংগঠনটির কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ “প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত “প্রকৃতি মেলা-২০১৮” তে Save the Nature ক্যাটাগরী তে সেরা সংগঠনের এওয়ার্ড পায়।
সম্প্রতি “প্রকৃতি কথন” টাইটেলে লাইভ প্রকৃতি আড্ডা(ওয়েবিনার)সম্পন্ন করে সংগঠনটি, যেখানে দেশ-বরেণ্য প্রফেসর, এন সি আই এর উপদেষ্টা মন্ডলী এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
কোভিড-১৯ এর প্রভাবে উৎপাদিত মেডিকেল বর্জ্য ব্যাবস্থাপনার কথা মাথায় রেখে সংগঠনটি আয়োজন করেন একটি আইডিয়া প্রতিযোগিতা যার টাইটেল “কোভিড-১৯ বিষয়ক বর্জ্য ব্যাবস্থাপনা” । উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও সংগঠন থেকে ৬০ টির অধিক আইডিয়া জমা হয়। যেখান থেকে প্রতিযোগিতার জন্য গঠিত জাজ প্যানেল ৩ টি আইডিয়া কে পুরষ্কৃত করেন এবং অংশগ্রহনকারী প্রত্যেককেই ই-সার্টিফিকেট প্রদান করেন। বিজয়ী আইডিয়া গুলো বাস্তবায়নের আশায়, মাননীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়।
বর্তমানে তরুনদের মাঝে প্রকৃতির বার্তা পৌছে দিতে সংগঠনটি আয়োজন করেছে প্রকৃতি বিষয়ক লাইভ অনুষ্ঠান “আড্ডায় আড্ডায় প্রকৃতি”। সপ্তাহে ২ দিন তারা এই আয়োজনটি করছেন। তরুনদের উৎসাহী করতে উক্ত অনুষ্ঠানে প্রতিদিনের আলোচিত বিষয়ের উপর ৫ টি কুইজ রাখা হয়, এবং বিজয়ীদের সম্মানী সরূপ দেয়া হয় প্রাইজমানি।
সংগঠনটির সভাপতি মোঃ রায়হানুল ইসলাম বলেন, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে এন সি আই এর কর্মীরা কাজ করে যাচ্ছে নিরলস ভাবে। আমাদের কাজগুলোকে সহজ ও বাস্তবায়ন করতে সাহায্য করেছে মাননীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সামনে আরো ফান্ডিং এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাপোর্ট পেলে অনেক নতুন নতুন প্রোগ্রামের মাধ্যমে দেশের মানুষকে প্রকৃতির ব্যাপারে আরো দায়িত্বশীল করতে পারবো বলে আশা করি।
উল্লেখ্য, একটি বিজ্ঞানসেবী সংগঠন হিসেবে মানুষকে প্রকৃতি সচেতন করার লক্ষ্যে সংগঠনটি ২০১৯-২০ অর্থবছরে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় হতে ৭০,০০০ টাকার অনুদান পায়।