সদ্য বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের গাড়ি বহরে হামলার তদন্ত অগ্রগতি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছে দেশটি।
গত সোমবার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠককালে যুক্তরাষ্ট্রের নতুন দূত মিলার এসব তথ্য জানান। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠককালে মিলার তার পূর্বসূরি বার্নিকাটের ওপর হামলার ঘটনা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া তিনি আশা প্রকাশ করেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করবে বাংলাদেশ।
এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে মিলারকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে যে তথ্য আছে সেটি রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।
গত আগস্টে মোহাম্মদপুরে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে বার্নিকাটের গাড়ি বহর হামলার শিকার হয়।
এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক হোয়াইট হাউজ তেমনটাই আশা প্রকাশ করেছে বলে জানিয়েছেন মিলার। তিনি জানান, এই নির্বাচনী প্রক্রিয়া গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করবে তার দেশ।
মিলার জানান, যুক্তরাষ্ট্র থেকে আসার তালিকায় থাকা পর্যবেক্ষকদের পাশাপাশি ঢাকায় মার্কিন দূতাবাসের আটটি দল একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।