তথ্য বিক্রির দায়ে ফেসবুককে জরিমানা

ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়া

তথ্য বিক্রির দায়ে ফেসবুককে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০১৮

ব্যবহারকারীদের তথ্য তাদের না জানিয়ে বিক্রির দায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে জরিমানা করেছে ইতালি। এর পাশাপাশি ব্যবহারকারীদের তথ্য ফেসবুক কীভাবে ব্যবহার করবে সে বিষয়টির নিয়ন্ত্রণে নিরুৎসাহিত করার কারণেও জরিমানা গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। সব মিলিয়ে ফেসবুককে ১ কোটি ইউরো জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা ইতালিয়ান কমপিটিশন অথরিটি (এজিসিএম)।

সংস্থাটির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ঠিক কীভাবে ব্যবহার করা হবে, সেসব তথ্য না জানিয়েই অ্যাকাউন্ট চালু করে দিচ্ছে ফেসবুক। এছাড়া থার্ডপার্টি অ্যাপ ও ওয়েবসাইটে অনৈতিকভাবে ব্যবহারকারীদের তথ্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে এজিসিএম।

ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের বিষয়ে ডেস্কটপ সংস্করণ ও অ্যাপে স্পষ্ট বিবৃতি দিতেও ফেসবুককে নির্দেশ দেওয়া হয়েছে।

জরিমানার বিষয়ে ফেসবুক জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এজিসিএমের সঙ্গে কাজ চলছে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির বিবৃতিতে।

ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, এ বছর আমরা আমাদের সব নীতিমালা স্পষ্ট করেছি যেন ব্যবহারকারীরা জানতে পারেন কীভাবে আমরা তাদের তথ্য ব্যবহার করে থাকি। এছাড়া ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত সেটিংসও আগের থেকে আরো সহজে খুঁজে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads