সৌমিক সোহান
‘It enabled campus for bettereducation’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) আয়োজনে পঞ্চমবারের মতো ‘ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’ শুরু হয়েছে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে দু’দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ডিইউআইটিএসের সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মডারেটর অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, উপদেষ্টা ড. মামুনুর রশিদ, রবি আজিয়াটা লিমিটেডের সিইও মাহতাব উদ্দিন আহমেদ, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান ও এক্সেল টেকনোলজিসের পরিচালক বিরদ্রনাথ অধিকারী। এতে সম্মানিত অতিথি ছিলেন উচ্চশিক্ষা মনোনয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সহকারী সচিব ড. গরাঙ্গ চন্দ্র এনডিসি এবং বাংলাদেশ রিসার্স অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরন) সিইও এ কে এম হাবিবুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয় তথ্যপ্রযুক্তিমনা সমাজ বিনির্মাণ করাই ডিজিটাল বাংলাদেশ নির্মাণের মৌলিক দর্শন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটি অনন্য প্রতিষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশেষ ভূমিকা পালন করছে।
প্রযুক্তি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক জানিয়ে উপাচার্য বলেন, তথ্যপ্রযুক্তির অপপ্রয়োগের ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে।
উল্লেখ্য, উৎসবে মোবাইল অ্যাপস তৈরি, কুইজ ও গেমিং প্রতিযোগিতা, প্রজেক্ট প্রদর্শন ছাড়াও উৎসব সমাপনীতে রয়েছে পুরস্কার বিতরণ ও কনসার্ট। উৎসবের প্রধান সহযোগী রবি আজিয়াটা লিমিটেড। অন্যতম সহযোগী সরকারের বিডিরন প্রকল্প। এছাড়া সহযোগিতা করেছে ফ্লোরা, ডেল ও এক্সেল টেকনোলজিস লিমিটেড। উৎসবে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।