ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ১জন নিহত ও ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন নারী রয়েছে। তবে নিহত ও আহত সহ পাঁচ জনই প্রাইভেট কারের যাত্রী বলে জানা গেছে।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লৌহজং উপজেলার কুমারভোগ নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তব্যরত শ্রীনগর ফায়ার সার্ভিস ইউনিট কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ব্যাক্তির নাম মোঃ ফোয়াত (৫০)।
আহতরা হলেন: সামিউল (৪৫) খাদিজা(৩৮) মোঃ রাসেল(৪০) নাইমা(৪২)।
আরিফুজ্জামান জানান, ঢাকা থেকে মাওয়াগামী একটি ট্রাকের সাথে কুমারভোগ নামক স্থানে বিপরীত দিক মাওয়া ঘাট থেকে ছেরে আসা ঢাকা মুখি এস ”রংয়ের একটিপ্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সাথে সাথে ,শ্রীনগর ফায়ার সার্ভিস এর এম্বোলেন্স,লৌহজং ,থানা পুলিশ,ও মাওয়া ট্রাফিক টিম, ঘটনা স্থলে পৌছেঁ। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, প্রেরণ করেন।
এদিকে দুর্ঘটনার কারণে মাওয়া পয়েন্টে প্রায় ১ঘন্টা যান চলাচল সিমিত আকারে চলাচল থাকলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ ১কিঃমিঃ যানজট লেগে যায়। একপর্যায়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ইউনিট ও নিকটস্থ সেনাবহিনী ঘটনা স্থলে পড়ে থাকা প্রাইভেটকার টি সড়ক থেকে সরিয়ে যানজট পরিস্থিতি স্বাভাবিক করে।
লৌহজং থানার ওসি মোঃ মনির হেসেন জানান, নিহত মোঃ ফোয়াত ঢাকা জেলার জিকাতলা,বাসিন্দা.তিনি চালক হিসেবে ছিল। তার মরদেহ মুন্সিগঞ্জ মর্গে হস্তান্তর করা হবে। ও আহত সবাই ঢাকা জেলার পাশাপাশি বাসিন্দা, একে অপরের পরিচিত। তারা ভোরে মাওয়ায় মাছ কিনার জন্য এসেছিল।