জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে চলছে গাড়ি

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০২১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চান্দ্রা এলাকায় ধীরগতিতে চলছে গাড়ী। প্রচন্ড চাপ বেড়েছে ঢাকামুখী শ্রমিকদের। গাজীপুর চৌরাস্তা থেকে মির্জাপুর পর্যন্ত গাড়ির চাপ রয়েছে। 

মন্ত্রী পরিষদের সচিব প্রজ্ঞাপনের মাধ্যমে ১আগষ্ট থেকে শিল্প কারখানা খুলে দেওয়ার কথা জানিয়েছে। এ খবর শিল্প কারখানার মালিক পক্ষ ও শ্রমজীবি মানুষের মাঝে পৌঁছালে উত্তরবঙ্গের যাত্রীরা ঢাকা গাজীপুর আশুলিয়া নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে শুরু করেছে। 

আজ রবিবার (১ আগস্ট) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যাত্রীদের চাপ।

গণপরিবহন খুলে দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রমজীবি মানুষ। তাঁদের গন্তব্য স্থলে পৌঁছাতে অতিরিক্ত টাকা দিয়ে কর্মস্থলে যেতে হচ্ছে। পোহাতে হচ্ছে নানা প্রকার ভোগান্তি।

যে যেভাবে পারছে গন্তব্য স্থানে পৌঁছানোর অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়ি ট্রাক কভার ভ্যান সিএনজি মাইক্রোবাস অ্যাম্বুলেন্স বিভিন্ন ভাবে পায়ে হেঁটে গন্তব্য স্থানে পৌঁছানোর চেষ্টা করছেন।

সালনা ও কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর গোলাম ফারুক জানান, শিল্প কারখানা খুলে দেয়ায় সকাল থেকে মহাসড়কে বেড়েছে গাড়ীর ও শ্রমিকদের চাপ বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads