সরকার

ঢাকা উত্তরে ভোট ২৬ ফেব্রুয়ারি

  • বাসস
  • প্রকাশিত ৪ জানুয়ারি, ২০১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন ৩৬টি ওয়ার্ডের নির্বাচন করারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধা-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য ১৩ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসি’র ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ৯ জানুয়ারি। আর দুই সংসদীয় আসনে উপ নির্বাচনের বিস্তারিত সময়সূচি ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক গত ৩০ নভেম্বর মৃত্যুবরণ করলে স্থানীয় সরকার বিভাগ ১ ডিসেম্বর থেকে মেয়র পদটি শূন্য ঘোষণা করে।
এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর এবং সংসদ সদস্য গোলাম মোস্তফা ১৯ ডিসেম্বর ইন্তেকাল করলে সংসদীয় আসন দুটি শূন্য হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads