ঢাকায় বিএএফ শাহীন কবরস্থানে আরিফের দাফন

নিহত পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

ঢাকায় বিএএফ শাহীন কবরস্থানে আরিফের দাফন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ নভেম্বর, ২০১৮

টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত বিমানবাহিনীর এফ-৭ বিজি জেট ফাইটার বিমানের নিহত পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপুর (৪২) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় বিমানবাহিনীর তত্ত্বাবধানে জানাজার পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ঢাকার বিএএফ শাহীন কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছে আইএসপিআর সূত্র।

আমাদের পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধিরা জানান, গতকাল দুপুরে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে আরিফের মরদেহ ঈশ্বরদী উপজেলার আলহাজ টেক্সটাইল স্কুল মাঠে আনা হয়। পরে তার নিজ গ্রাম জগন্নাথপুরের দারুস সালাম মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা আলাউদ্দিন আলী।

জানাজায় পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, পৌর মেয়র আবুল কালাম আজাদ এবং পুলিশ ও র্যাবের কর্মকর্তারাসহ নিহতের আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশ নেন। নিহত উইং কমান্ডার আরিফের সহকর্মী উইং কমান্ডার তৌহিদ এবং চাচাতো ভাই আবদুল লতিফ এ সময় বক্তব্য দেন। এরপর উইং কমান্ডার আরিফের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুরের মৃত আফজাল হোসেন বিশ্বাসের একমাত্র ছেলে এবং পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনোয়ার হোসেন জায়েদির একমাত্র জামাতা ছিলেন। গত শুক্রবার বিকালে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে পাহাড় কাঞ্চনপুর বিমানবাহিনী ঘাঁটির টেলকি ফায়ারিং জোনে বিমানটি বিধ্বস্ত হলে নিহত হন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads