জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় সংবাদ সম্মেলন করবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এই জোটের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেন।
ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, আজকের (বৃহস্পতিবার) বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। এ কারণে বৈঠকে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আসম আব্দুর রবসহ ফ্রন্টের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার সম্ভবনা বেশি। তবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়ায় থাকায় বৈঠকে থাকবেন না।
জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর পরিপেক্ষিতে আমাদের করণীয় কী, সেই বিষয়েও আলোচনা হবে।’
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকে ড. কামাল হোসেনের থাকার সম্ভবনা রয়েছে। মির্জা ফখরুলও উপস্থিত থাকবেন।’
এ সময় সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন ছাড়াও বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।





