ডান হাত হারাচ্ছে স্কুলছাত্রী তাহসি!

আহত নাবিহা ইসলাম তাহসি

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

ডান হাত হারাচ্ছে স্কুলছাত্রী তাহসি!

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০১৮

ছয় বছর তাহসি। পুরো নাম নাবিহা ইসলাম তাহসি। কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধীন চাঁন্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। পাশের নানার বাড়িতে থেকেই পড়ালেখা করছে। স্কুল ছুটির পর অতিরিক্ত যাত্রী বোঝাই একটি অটোরিকশায় চড়ে নানার বাড়ি ফিরছিল তাহসি। কিছুটা যাওয়ার পর হঠাৎ তাহসি অটো মধ্যেই পড়ে যায়। এ সময় তার ডান হাতটি সড়কে হেচড়ে অনেক দুর পর্যন্ত নিয়ে যান অটোচালক। স্কুল ছাত্রী তাহসি ও অন্যান্য যাত্রীদের চিৎকারেও অটোরিকশা থামান চালক আলী হোসেন মিয়াজী। পরে স্থানীয় লোকজন ব্যারিকেড দিয়ে অটোরিকশাটি আটক করে।

স্থানীয় লোকজন তাহসিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা শিশু হাসপাতালের সার্জিক্যাল কেয়ারে স্থানান্তর করা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

গতকাল বৃহস্পতিবার তাহসির নানা আলী আজম ও খালা ফারজানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, তাহসির হাতের অবস্থা ভালো না। গত ২৫ জুলাই বুধবার দুপুরে মর্মান্তিক এ ঘটনার পর থেকে তার চিকিৎসার ব্যয় ৭ লাখ টাকা খরচ হয়েছে। তাহসির বাবার বাড়ির লাকসাম উত্তর এলাকায়। তার বাবা মেজবাউল ইসলাম ফয়সাল সামান্য দোকানি। মেয়ের চিকিৎসায় ব্যয় করতে এখন আর তার কাছে কোনো টাকা নেই। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, তাহসির ডান হাতের কব্জি ফেলে দিতে হবে। এ ঘটনায় তাহসির পরিবার অটোচালকের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads