ডাক্তারদের জন্য মোবাইল অ্যাপ ‘হ্যালো ডাক্তার প্রো’

মোবাইল অ্যাপ ‘হ্যালো ডাক্তার প্রো’

ছবি : ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া

ডাক্তারদের জন্য মোবাইল অ্যাপ ‘হ্যালো ডাক্তার প্রো’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি, ২০১৯

চিকিৎসকদের বিশেষ সুবিধায় যাত্রা শুরু করেছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘হ্যালো ডাক্তার প্রো’। এই অ্যাপের মাধ্যমে চিকিৎসকরা খুব সহজেই রোগীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। শিডিউল অনুযায়ী অনলাইনে রোগীর মেডিকেল রিপোর্ট দেখা, ভিডিও কনসালটেশন, চ্যাট কনসালটেশন এবং অনলাইনে প্রেসক্রিপশন প্রদান করতে পারবেন।

অনেক সময় রোগীদের ফলোআপ চিকিৎসা নেওয়া বেশ কষ্টকর, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হয়। কেননা বিশেষজ্ঞ চিকিৎসকরা যখন কোনো রোগীকে চিকিৎসা পরামর্শ প্রদান করেন, একটি নির্দিষ্ট সময় পর অনেকের ফলোআপ পরামর্শের প্রয়োজন হয়। গ্রাম থেকে আসা অনেক রোগীর পক্ষেই সময়মতো ফলোআপ পরামর্শ নেওয়া সম্ভব হয় না। যার ফলে সঠিক চিকিৎসা ব্যাহত হয়।

হ্যালো ডাক্তার প্রো মোবাইল অ্যাপ এই সমস্যার সমাধান দেবে। চিকিৎসক রোগীর সবকিছু বিবেচনা করে যদি মনে করেন, তবে দ্বিতীয়বার তার পরামর্শ এই অ্যাপের মাধ্যমেই নিতে পারবেন। রোগী তার সব মেডিকেল রিপোর্ট ও প্রেসক্রিপশন মোবাইল অ্যাপে সংযুক্ত করে রাখবেন। এরপর অনলাইন কনসালটেশনের জন্য ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। শিডিউল অনুযায়ী রোগী বাড়িতে বসে ভিডিও কনসালটেশনের মাধ্যমে ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপশন নিতে পারবেন।

অ্যাপটি শুধু রেজিস্টার্ড ও ভেরিফাইড চিকিৎসকদের জন্য ভার্চুয়াল একটি চেম্বার। চিকিৎসকরা গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের পর সব তথ্য প্রদান করে সাইনআপ করার পর তথ্যগুলো যাচাইয়ের মাধ্যমে মোবাইল অ্যাপটি চালু হবে।

অ্যাপটি সম্পর্কে হ্যালো ডাক্তার ডট এশিয়ার প্রতিষ্ঠাতা ফোরকান হোসেন বলেন, হ্যালো ডাক্তার প্রো চিকিৎসক ও রোগীদের অনলাইনে স্বাস্থ্যসেবার প্ল্যাটফর্ম। বিশ্বের অন্য উন্নত দেশের মতো বাংলাদেশও আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা প্রদানে এগিয়ে যাবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads