টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত নারী আত্মহত্যা করেছেন। আজ রোববার দুপুরে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই এক নারীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। দুপুরে নীলসাগর ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন ওই নারী।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, রেলওয়ে থানা পুলিশের টাঙ্গাইল ফাঁড়িতে বিষয়টি জানানো হয়েছে। তারা এ বিষয়ে আইনী ব্যবস্থা নেবেন।