ট্রাম্পের সমালোচনায় সাবেক সিআইএ প্রধান

সাবেক সিআইএ প্রধান জন ও. ব্রেনান

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সমালোচনায় সাবেক সিআইএ প্রধান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ এপ্রিল, ২০২০

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক কেন্দ্রিয় প্রধান প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন।

ট্রাম্প সম্প্রতি এক টুইট বার্তায় সৌদি প্রিন্স বিন সালমানকে 'বন্ধু' বলে অভিহিত করায় সিআইএ'র সাবেক কেন্দ্রিয় প্রধান জন ও. ব্রেনান ওই সমালোচনা করেছেন।

ট্রাম্পের টুইট বার্তার জবাবে ব্রেনান আজ লিখেছেন, প্রিন্স মুহাম্মাদ বিন সালমান সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক খাশোগি হত্যার জন্য দায়ী। সুতরাং সৌদি প্রিন্সকে বন্ধু বলার মানে হলো মার্কিন প্রেসিডেন্টের কোনো মর্যাদা, বিবেকবোধ কিংবা নীতি বলতে কিছু নেই।

ট্রাম্প বৃহস্পতিবার নিজের টুইটার পেজে লিখেছেন, আমি আমার বন্ধু মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাপ হয়েছিল। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য সৌদি প্রিন্সের সঙ্গে পুতিনের ফোনালাপের কথা স্বীকার করেননি।

ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে আরও লিখেছেন, সৌদিআরব তাদের তেল উৎপাদনের পরিমাণ দৈনিক এক কোটি ব্যারেলে কিংবা তারও বেশি পর্যায়ে কমিয়ে আনবে। করোনা সঙ্কটের কারণে তেলের চাহিদা হ্রাস এবং মূল্য হ্রাসের ফলে সৌদি তেল কোম্পানি আরামকো তেল উত্তোলনের পরিমাণ নজিরবিহীনভাবে বাড়িয়ে দিয়েছে। আরামকো বর্তমানে দৈনিক এক কোটি বিশ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে।

এদিকে সৌদি কর্মকর্তারা তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে জামাল খাশোগি হত্যাকাণ্ডে তাদের ভূমিকার কথা স্বীকার করেছে।

সূত্র : পার্সটুডে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads