যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের করা একটি মানহানির মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার লস অ্যাঞ্জেলসের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জেমস ওটেরো মামলাটি খারিজ করে দেন। খবর সিএনএন ও এনবিসি নিউজ।
রায়ে বিচারক বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং সাধারণের পরিমণ্ডলে এ ধরনের পাল্টা কথা ছুড়ে দেওয়া প্রচলিত। মামলা খারিজ ঘোষণা করে বিচারক জানান, প্রথম সংশোধনী এ ধরনের পাল্টা মন্তব্যকে সুরক্ষা দিয়ে আসছে। রায়কে ট্রাম্পের জন্য বড় ধরনের জয় হিসেবে দেখছেন তার আইনজীবী চার্লস হার্ডার। প্রেসিডেন্টের সম্পূর্ণ বিজয় ও স্টর্মির পরাজয় ছাড়া কোনো ধরনের ঘোরানো-প্যাঁচানো বক্তব্য দিয়েই আজকের রায়কে সত্যিকারভাবে চিত্রায়িত করতে পারবে না কেউ। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান স্টর্মির আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি। মানহানির মামলা খারিজ হলেও ট্রাম্প ও তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে করা অন্য মামলায় কোনো প্রভাব পড়বে না।
স্টর্মি ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল বলে দাবি করছেন। তবে শুরু থেকেই এ সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন ট্রাম্প। এই পর্ন তারকা জানান, ২০১১ সালে একটি গসিপ ম্যাগাজিনকে ওই সম্পর্ক নিয়ে সাক্ষাৎকার দেওয়ার পর অজ্ঞাত এক ব্যক্তি তাকে হুমকি দিয়ে এ বিষয়ে চুপ থাকতে বলেছিলেন। এ ছাড়া, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে কোহেন তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। যে অপ্রকাশিত চুক্তির বলে ওই অর্থ দেওয়া হয়েছিল, তা অকার্যকর করার আবেদন জানিয়ে মামলাটি হয়।