টোকিওতে যাত্রীদের পরামর্শ দিচ্ছে রোবট!

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

টোকিওতে যাত্রীদের পরামর্শ দিচ্ছে রোবট!

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত ২৬ মে, ২০১৯

জাপানের টোকিও স্টেশনে যাত্রীদের পরামর্শ দিতে পরীক্ষামূলক কাজ শুরু করেছে দুই কৃত্রিম বুদ্ধির রোবট। জাপানি, ইংরেজি ও চীনাসহ বিভিন্ন ভাষায় ভিজিটররা কৃত্রিম বুদ্ধিমত্তার দুই রোবটের কাছ থেকে নির্দেশনা নিতে পারবে। দেশটির ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি পরীক্ষামূলক এ কাজটি পরিচালনা করছে।

আগামী ৩১ মে পর্যন্ত এই পরীক্ষামূলক কাজ চলবে। এই সময় রোবট মেশিনের সক্ষমতা এবং সাহায্য প্রার্থী যাত্রীদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্টরা।

কৃত্রিম বুদ্ধির রোবট দুটি হলো জাপানের সফটব্যাঙ্ক রোবোটিক্স করপোরেশনের ‘পিপার’ এবং জার্মান রেলওয়ে কম্পানির ‘সেমি’ (এসইএমএমআই)। রোবট দুটি স্টেশনের বেসমেন্ট শপিংয়ের ইনফরমেশন ডেস্ক এবং গ্রানস্টা নামের ডাইনিং সেন্টারে স্থাপন করা হয়েছে।

পিপার জাপানে বহুল ব্যবহূত একটি আধা মানবগুণ সম্পন্ন রোবট, আর সিএমএমআই বা সেমি হচ্ছে একটি রোবট প্রহরী যা মানুষের মতো দেখতে এবং মানুষের মতো আচরণের অধিকারী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads