টেসলার সেডান গাড়ির নতুন সংস্করণ উন্মোচন

টেসলার সেডান গাড়ির নতুন সংস্করণ

ছবি : ইন্টারনেটচ

বিজ্ঞান ও প্রযুক্তি

টেসলার সেডান গাড়ির নতুন সংস্করণ উন্মোচন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ অক্টোবর, ২০১৮

মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা তাদের উদ্ভাবিত গাড়ির নতুন সংস্করণ উন্মোচন করেছে। গত বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে ৪৫ হাজার ডলার মূল্যের এই সেডান মডেল ৩ গাড়ির উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

ওয়েবসাইটে দেখা যায়, মাঝারি ধরনের ব্যাটারি ব্যবহূত এই গাড়িটি একবার চার্জ করে নিলে ২৬০ মাইল চলতে পারবে। রিয়ার-হুইল-ড্রাইভ মডেলের গাড়িটি মার্কিন ক্রেতারা যদি চলতি বছরের মধ্যে ক্রয় করেন, তাহলে সাড়ে সাত হাজার ডলার কর ছাড় পাওয়া যাবে। নতুন এই সংস্করণটি অর্ডার করলে তা ডেলিভারি দিতে ছয় থেকে ১০ সপ্তাহ লাগবে বলে ওয়েবসাইটে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।

সেখানে আরো বলা হয়, স্মার্টফোন দিয়ে অন করার সুবিধা ছাড়াও গাড়িটিতে থাকছে অটো পাইলট মোড। মাত্র সাড়ে তিন সেকেন্ডেই গাড়িটি ঘণ্টায় ১০০ মাইল বেগে ছুটতে পারে। পাঁচজন যাত্রী ধারণক্ষমতার গাড়িটিতে আরো আছে ডুয়াল মোটর, ৩৬০ ডিগ্রি ক্যামেরা যা পাশ থেকে কিংবা সামনের পেছনের বস্তুর অবস্থান জানাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads