টেলিছবি ‘ইচ্ছে পূরণ’

ছবি : সংগৃহীত

শোবিজ

টেলিছবি ‘ইচ্ছে পূরণ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ এপ্রিল, ২০১৯

হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ‘কুয়াশায় ঢাকা মুখ’ গল্পের ছায়া অবলম্বনে নাট্যনির্মাতা মুসাফির রনির টেলিছবি ‘ইচ্ছে পূরণ’। আশরাফুজ্জামান বাবুর রচনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শারমীন জোহা শশী, বাঁধন লিঙ্কন, আহসানুল হক মিনু, মাসুদ আহমেদ, নাজিম হামিদ, জাহাঙ্গীর হোসেন বাবর প্রমুখ।

আজ বুধবার বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখবেন ড্রিম মাল্টিমিডিয়া প্রযোজিত টেলিছবি ‘ইচ্ছে পূরণ’।

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা জুলফিকারের অস্বাভাবিক মৃত্যুরহস্য ক্রমাগত জট পাকতেই থাকে। সন্দেহের তীর বিভিন্নজনের দিকে যেতে থাকে। সেই রহস্য উদঘাটনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে টেলিছবিটির গল্প।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads