সীমান্ত এলাকা টেকনাফে মাদক কারবারীদের আইনের আওতাই নিয়ে আসতে সাঁড়াশী অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় অংশ হিসাবে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় টেকনাফ র্যাব সদস্যদের অভিযানে ৪,৭০০ পিছ ইয়াবা ও মাদক বিক্রীর নগদ ১ লাখ ৬৭ হাজার টাকাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব।
জানা যায়, আটককৃত মাদক পাচারকারী মোঃ সাইফুল ইসলাম (২৭) টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মোঃ আলীর পুত্র।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ টেকনাফ শাখার ষ্টেশন কমান্ডার শাহেদ মির্জা মাহতাব জানান, গ্রেফতারকৃত সাইফুল দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদক পাচারকারী চক্রের সাথে জড়িত ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি।