টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী হাবিব উল্লাহ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১ ডিসেম্বর, ২০১৮

টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় এক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী হাবিব উল্লাহ (৩০) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহত হাবিব বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরের মোহাম্মদ হোছনের পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, আজ শনিবার ভোররাতে টেকনাফ থানা পুলিশের একটি দল মাদক কারবারী টেকনাফ শাপলাপুরের হাবিব উল্লাহকে আটক অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় পুলিশের এসআই রাজু, কনস্টেবল বাদশা এবং জিয়া আহত হলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর মাদক কারবারীরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশী করে ২টি দেশীয় অস্ত্র, ৬ হাজার ইয়াবা ও রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, পুলিশ-মাদক কারবারী বন্দুক যুদ্ধের ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয় এবং এক রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। পরে পরিচয় সনাক্ত করে লাশ মর্গে প্রেরণ করা হয়। এসময় ২টি অস্ত্র ও ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তবে তার পরিবার দাবী করেছে, সে মাদক ব্যবসায় জড়িত নয় , জমিজমার ব্যবসা করত। এলাকায় আল হোসাইন হাসপাতাল নামের একটি স্বাস্থ্য কেন্দ্রও পরিচালনা করত। এলাকায় সামাজিক কর্মকান্ড ও জমি সংক্রান্ত বিরুধের সুত্র ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads