কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী ছিলেন। 
এসময় ঘটনাস্থল থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
 
আজ সোমবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী মিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পড়ার সুলতান আহমেদের ছেলে মাহমুদ উল্লাহ (২৬) এবং হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ মিজান (২৪)।
টেকনাফ থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রোববার সকালে সোনালী ব্যাংকের টাকা পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যদের নিতে থানায় একটি মাইক্রোবাস আসে। এ সময় মাইক্রোবাসটির চালক মাহমুদ উল্লাহর গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। পরে পুলিশ গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়। আটক চালকের স্বীকারোক্তি মতে সোমবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী মিনা বাজার চিংড়ি প্রজেক্ট বাঁধ সংলগ্ন এলাকায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে পুলিশের একটি দল অভিযান চালায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে আতর্কিতে গুলি ছুড়ে আটক গাড়ি চালককে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় সহযোগীরা। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় ১৫ হাজার ইয়াবা, দুটি দেশীয় বন্দুক ও কিছু গুলি।
                                
                                
                                        
                                        
                                        
                                        




