টেকনাফে দুইদিন ধরে নিখোঁজ থাকা এক টমটম চালকের মৃতদেহ একটি কালভার্টের নীচ হতে উদ্ধার করা হয়েছে।
২ নভেম্বর শুক্রবার সকাল ৬ টারদিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কচুবনিয়ার জনৈক জিন্নাত আলীর বাড়ির পার্শ্বের কালভার্টের নীচে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ৭ নং ওয়ার্ড কচুবনিয়ার এলাকার ছিদ্দিক আহমদের পুত্র জিয়াউর রহমান (২০) এর মৃতদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।
নিহত টমটম চালক জিয়ার পরিবার সুত্র জানায়,গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডাক্তারের নিকট যাওয়ার কথা বলে বের হয়েই নিখোঁজ হয়ে যান। শুক্রবার সকালে লোকজন মারফতে জানতে পেরে কালভার্টের নীচ হতে মৃতদেহ উদ্ধার করে। তবে তার মুখ ও বুকে হামলার চিহ্ন রয়েছে।