সারা দেশ

টেকনাফে দুই সন্তানের জননীকে নির্মমভাবে হত্যা

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অগাস্ট, ২০২১

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে দুই সন্তানের জননীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

আজ শনিবার (১৪ আগস্ট) রাত ২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালি এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তার (২২)।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১৪ আগস্ট) রাত ২ টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ আলীর বাড়ির দরজার ভেঙে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দু’সন্তানের জননী মোহসেনা আক্তারকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।

এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মো. মাহমুদুল হাসান মাহবুব জানান, হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালি এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তারকে রাতের আধারে সন্ত্রাসীরা হত্যা করেছে বলে জানা গেছে। সেই খবরে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে তার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ হত্যার সাথে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads