সারা দেশ

টেকনাফে আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০১৯

টেকনাফে আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ী মো. রাসেল (২৮) চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজ বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় চমেকে রাসেলের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার ভাই ও সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।

নিহত রাসেল টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মৃত ফজল আহমদের ছেলে। সে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের হাতে ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের তালিকায় রাসেল ৭০তম।

এ বিষয়ে সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন,কিছুদিন আগে কক্সবাজার কারাগারে অসুস্থ হওয়ার পর রাসেলকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চমেকে প্রেরণ করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বাকি প্রক্রিয়া শেষে তার লাশ দাফনের জন্য টেকনাফের বাড়িতে নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads