আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত শেষে কোটালিপাড়ায় জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচরণা শুরু করবেন। পরদিন আগামীকাল ঢাকায় ফেরার পথে মোট সাতটি নির্বাচনি প্রচারের অংশ হিসেবে পথসভায় বক্তব্য দেবেন।
তার সফর সফল করতে মঙ্গলবার টুঙ্গিপাড়ায় যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি ও যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
আওয়ামী লীগের প্রচারণা কর্মসূচির বিষয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে যাত্রা শুরু করবেন। প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর কোটালীপাড়ায় এক জনসভায় বক্তৃতা দেওয়ার মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এছাড়াও পরেরদিন বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সড়ক পথে ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ বাসট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মাঠে ও সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
এদিকে শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালিপাড়ার জনসভাকে কেন্দ্র করে সাধারণ নেতাকর্মী ও জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। শেখ হাসিনা আজ দুপুর ২টা ৩০ মিনিটে শেখ লুৎফর রহমান সরকারী ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালিপাড়া-টুঙ্গিপাড়া) আসনে উৎসবের আমেজ বিরাজ করছে। তার জনসভার প্রচার-প্রচারণা নিয়ে কোটালিপাড়া বর্ণিল হয়ে উঠছে। বর্ণিল সাজে কোটালিপাড়াকে সজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি সম্পন্ন করেছে। আর জসভার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করছে।