প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছেছেন। আজ দুপুর ২ টা ৫ মিনিটে ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। পরে বেলা ২টা ১৫ মিনিটে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
এসময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফচলুল করিম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বসার খায়ের, খুলনা-০২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষ করে কোটালীপাড়ায় বেলা তিনটায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার মধ্য দিয়ে শেখ হাসিনা আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০৩ আসনে (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা) প্রার্থী হয়েছেন।





