টাঙ্গাইলে ছাত্রীদের নিয়ে নানা রকম আপত্তিকর মন্তব্য করায় এক শিক্ষককে গণধোলাই দিয়েছে বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। পুলিশ আহত শিক্ষককে উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালত অভিযুক্ত শিক্ষককে ১ বছরের কারাদন্ড দেয়। সোমবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সহকারি ইংরেজী শিক্ষকের নাম সাইদুর রহমান বাবুল (৪২)। সে কালিহাতী উপজেলার পারখী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরেই ক্লাশের ছাত্রীদের অশালিন মন্তব্য ও কু-প্রস্তাব দিয়ে আসছিল শিক্ষক সাঈদুর রহমান বাবলু। এরই ধারাবাহিকতা গত রোববারও নবম শ্রেনীর এক ছাত্রীকে কু-প্রস্তাব দেয়। ওই দিনই সকল ছাত্রীরা প্রধান শিক্ষককে তার ওই কুপ্রস্তাবের বিষয়টি জানিয়ে অভিযোগ করে। কিন্তু প্রধান শিক্ষক মামুন তালুকদার অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ছাত্রীদের স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে স্বাক্ষর নেন।
স্কুল ছুটি শেষে ছাত্রীরা অভিভাবকদের জানালে সোমবার সকালে অফিস কক্ষে বিদ্যালয়ের সহকারি ইংরেজী শিক্ষক সাইদুর রহমান বাবুলকে অবরুদ্ধ করে রাখে। অবস্থা বেগতিক দেখে সাইদুর কৌশলে পালানোর চেষ্টা করে। পরে বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা সাইদুরকে গণপিটুনি দেয়। এতে সে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, শিক্ষককে গণধোলাই দেয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই শিক্ষক সাইদুর রহমান বাবুলকে আটক করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুল মমিন খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান, টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমানসহ অভিভাবক ও ছাত্রীদের সমন্বয়ে পরবর্তী করনীয় সভা করা হয়। পরে পুলিশী পাহাড়ায় অভিযুক্ত ওই শিক্ষককে ভ্রাম্যমান আদালতে হাজির করে।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন তালুকদার জানান, শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে সাইদুর রহমান বাবুলকে বরখাস্ত করা হয়েছে। এমন অনৈতিক কাজের অপরাধে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত ছাত্রীদের উত্ত্যক্তে অভিযুক্ত বিদ্যালয়ের সহকারি ইংরেজী শিক্ষক সাইদুর রহমান বাবুল (৪২) কে এক বছরের কারাদন্ড প্রদান করেন।
এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ছাত্রীদের অশালিন মন্তব্য ও কু-প্রস্তাব দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া বিদ্যালয়ের অভিযুক্ত সহকারি ইংরেজী শিক্ষক সাইদুর রহমান বাবুল (৪২) কে ভ্রামামান আদালতের মাধ্যমে ১৮৬০ সালের দন্ডবিধি ৫০৯ ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও ছাত্রীদের অশালিন মন্তব্য ও কু-প্রস্তাব দেয়ার অপরাধে যদি প্রচলিত আইনে অভিভাবকরা কোনো মামলা দায়ের করেন তাহলে সে অভিভাবককে আইনী সহায়তা দেয়াসহ কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেন তিনি।