নকল মেডিকেল সার্টিফিকেট, জন্ম-মৃত্যু সনদপত্র ও বিভিন্ন চিকিৎসকের সিল-প্যাডসহ ঢাকা মেডিকেল নার্সিং কলেজে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র্যাব। তার নাম আরিফ হোসেন (৫০)। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী। গতকাল সোমবার দুপুরে র্যাব-৩-এর মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৩-এর মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নার্সিং কলেজের মহিলা হোস্টেলের গ্যারেজের ভেতর ছোট একটি রুম থেকে এসব জিনিস উদ্ধার করা হয়েছে। ওই রুমেই থাকত আরিফ। অভিযানে নকল জন্ম-মৃত্যু সনদপত্র, মেডিকেল সার্টিফিকেট, চিকিৎসকের সিল-প্যাড ও ব্লাইন্ড অনেক সনদপত্রের কপি পাওয়া গেছে। অল্প টাকার বিনিময়ে আরিফ এগুলো বিভিন্নজনকে সরবারহ করত। এতে অনেক নিরীহ মানুষও হয়রানির শিকার হতো।
র্যাব কর্মকর্তা বলেন, এ জালিয়াতি চক্রে অনেকেই জড়িত আছেন। আমরা একজনকে ধরতে পেরেছি। বাকিদেরও ধরা হবে। এ ছাড়া সনদ জালিয়াতিতে হাসপাতালের ঊর্ধ্বতন কেউ জড়িত আছে কি না-তাও তদন্ত করা হবে।
মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। বাকিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।