মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে ৫ মামলার আসামি ইয়াবা ব্যাবসায়ী আবু তাহের মোড়ল (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ী বাজার সংলগ্ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় আসামি আবু তাহের মোড়লের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আবু তাহের মোড়ল উপজেলার ধীপুর গ্রামের আব্দুল হাই মোড়লের ছেলে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম রসুল মোল্লা জানান, আসামি আবু তাহের মোড়ল এর নামে টঙ্গীবাড়ী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হবে।