মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে অপহরণের তিনদিন পর এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। বুধবার রাত ১০টায় উপজেলার বেতকা বাজার চৌরাস্তা থেকে ওই মাদরাসা থেকে উদ্ধার করে টঙ্গীবাড়ী থানার এসআই মোজাহিদুর রহমান।
মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রী ১৫ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। মাদরাসায় যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে তার বাবা মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেন। মেয়েকে না পেয়ে টঙ্গীবাড়ী থানায় অভিযোগ করেন তিনি। বিষয়টি টঙ্গীবাড়ী থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। সঙ্গে সঙ্গে তিনি মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে অপহরণকারীকে সনাক্ত করেন। পরে অপহরণকারী আটক করতে গেলে ওই মাদরাসা ছাত্রীকে রেখে সে পালিয়ে যায়।
অপরহণকারী হলেন, জুয়েল ওসমান (২৮)। সে নারায়নগঞ্জ জেলার আলীরট্টেক কুরেরপাড় গ্রামের কাজী আব্দুল আলীর ছেলে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি শাহ্ মো: আওলাদ হোসেন পিপিএম বলেন, মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে মাদরাসার ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। আসামী ওসমান গনি পলাতক রয়েছে। আসামীকে ধরার চেষ্টা চলছে।





