মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে বাসনা বেগম নামে এক নারী মাদককারবারিকে দুই কেজি গাঁজাসহ আটক করেছে প্রশাসন।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলার কামারখড়া বাজার সংগলগ্ন দাস বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বাসনা বেগম কামারখাড়া গ্রামের ঈশ্বর শ্বম্ভু দাসের স্ত্রী।
সে দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন গ্রামে গাঁজা বিক্রয় করে আসছিল। পরে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে মোবাইল কোর্ডের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার দের বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দণ্ড দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন মুন্সীগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সাকিব হোসেন।