‘‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, সহকারী কমিশনার (ভূমি) উছেন মে, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য কবির হালদার প্রমুখ।
সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।