টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২

টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় আগুন

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২ অক্টোবর, ২০১৮

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০-২৫ জন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন-শামসুল (২০) ও তাইজুল (১৮)।

আহতদের মধ্যে ১২ জনকে টঙ্গীর হাসপাতালে এবং বাকিদেরকে উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি কামাল হোসেন জানান, ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে দুই শ্রমিক ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আরো ২০-২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।

এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গাজীপুরের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মশিউর রহমানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads