বাংলা ভিশনের রম্য-বিদ্রূপাত্মক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’। খায়রুল বাবুইয়ের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আবু হেনা রনি। অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি থাকবেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। অনুষ্ঠানে তিনি কথা বলবেন ‘মি টু’ মুভমেন্ট নিয়ে।
‘আপনার মোবাইলে কার কার স্ক্রিনশট আছে?’ বা ‘আপনি কি কখনো হয়রানির শিকার হয়েছেন?’ কিংবা ‘বিশ্বজুড়ে মি টু বিষয়ে অনেক নারী সোচ্চার। এ নিয়ে আপনার অভিজ্ঞতা বা বক্তব্য কী?’ অনুষ্ঠানে উপস্থাপকের এমন সব প্রশ্নে চমকপ্রদ উত্তর দিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। এছাড়া তিনি কথা বলেছেন নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে।
‘টক মিষ্টি ঝাল’ অনুষ্ঠানে রুনা খানের সঙ্গে থাকছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান তারেক মাহমুদ। নির্দিষ্ট বিষয়ে তার পরিবেশনাও দেখতে পাবেন দর্শক। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে বাংলা ভিশনের পর্দায়।