ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় রাব্বি হোসেন (১৫) নামের এক মোটর সাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরো তিন ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজাপুর স্বাস্থ্যকমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে এর চার আরোহী মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে স্কুলছাত্র রাব্বিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় আহত ইমরান ও রাজিব নামের দু’জনকে বরিশাল শেরই-বাংলা হাসপাতালে প্রেরণ এবং রনি নামরে একজকে রাজাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত রাব্বি উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিক্সাচালক বশির হোসেনের ছেলে এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। রাব্বি সকালে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয়।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ট্রাক ও এর চালক মেহেদি হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ওনয়া হবে বলেও জানান তিনি।