জয়ী হলে সব দলের সহযোগিতা চাইব

মো. আতিকুল ইসলাম

সংরক্ষিত ছবি

নির্বাচন

জয়ী হলে সব দলের সহযোগিতা চাইব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি, ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম জানিয়েছেন তিনি নির্বাচিত হলে সব রাজনৈতিক দল থেকে সহযোগিতা চাইবেন। তিনি বলেন, ‘আমরা যারা ঢাকা শহরে থাকি, তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের হতে পারেন। কিন্তু আমরা যখন ঢাকা শহরে বাস করি তখন কোনো রাজনৈতিক দলের হয়ে থাকি না, নাগরিক হিসেবে বাস করি। আমি রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তি থেকে শুরু করে সবাইকে নিয়ে চলতে চাই। তাই আমি নির্বাচিত হলে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে যত রাজনৈতিক দল রয়েছে সবার সহযোগিতা চাইব, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ সব শ্রেণির প্রতিনিধিদের নিয়ে কাজ করতে চাই।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। 

মো. আতিকুল ইসলাম বলেন, আমরা মনে করি, শুরু থেকেই আমরা আইন মেনে চলব। তাই আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজন এসেছি। তিনি বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। যে দল জাতির পিতার হাতে গড়া, সেই দল থেকে মনোনয়ন পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি শুকরিয়া আদায় করছি। আমরা যদি জনতার ভোটে জয়লাভ করি, তাহলে প্রয়াত মেয়র আনিসুল হক ঢাকাবাসীকে যে মাপে নিয়ে গেছেন সেই মাপে থাকার জন্য কাজ করব। পারলে তার ওপরে যাওয়ার জন্য চেষ্টা করব। নিচে গেলে জনগণ প্রত্যাখ্যান করবে। আমি করে করি, একসঙ্গে কাজ করলে অসম্ভব বলে কিছুই নেই।

সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমি বিজিএমইতে যতবার নির্বাচিত হয়েছি, ততবার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছি। আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন পছন্দ করি। কেউ যদি নির্বাচনে না আসেন, তাহলে কমিশন যে শিডিউল দিয়েছেন সেই শিডিউল মোতাবেক আমাকে কাজ করতে হবে। আমি কথা দিতে পারি, যদি জয়ী হই- যেদিন থেকে দায়িত্ব নেব, সেদিন থেকে সততা ও সাহসিকতা নিয়ে কাজ করব। জনগণের অভিযোগ দেখার জন্য অ্যাপস তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, জনগণের অভিযোগ দেখার জন্য আমরা ‘নগর অ্যাপস’ নামে একটি অ্যাপস তৈরি করব। কোনো সমস্যা হলে সবাই মেসেজ দিয়ে এর মাধ্যমে জানাতে পারবেন। তার মানেই হচ্ছে জনগণই দায়িত্ব নেবে। সিটি করপোরেশন মিস করতে পারে, কিন্তু জনগণ করবে না। জনগণ হচ্ছে সব শক্তির মূল উৎস। তাই জনগণকেই নিয়েই নির্বাচন করতে চাই।

এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতিকুল ইসলাম। তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে সই করেছেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমত উল্যাহ, জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া সমর্থক হিসেবে সই করেছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা, সিনিয়র সাংবাদিক ও দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান, আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম ও প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হক।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads