জয়পুরহাটে মেয়রসহ ৩ জনের  বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রতীকী ছবি

অপরাধ

দুদককে তদন্তের নির্দেশ

জয়পুরহাটে মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • প্রকাশিত ২ জুলাই, ২০১৯

কালাই পৌরসভার মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে স্পেশাল জজ আদালতে দুুর্নীতির অভিযোগে মামলা করেছেন ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা। গত রোববার দায়েরকৃত এ মামলার আসামিরা হলেন মেয়র খন্দকার হালিমুল আলম জন, সহকারী প্রকৌশলী মোস্তাকের রহমান, কার্য সহকারী হেলাল উদ্দীন ও লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসান। আদালতের বিচারক এম এ রব হাওলাদার মামলাটি গ্রহণ করে আগামী ৫ আগস্ট দিন ধার্য করে বগুড়া দুদককে তদন্তের আদেশ দেন।

জানা গেছে, নিয়মবহির্ভূতভাবে ২-৪ নং আসামির পরামর্শে নানা অনিয়ম করে যাচ্ছেন মেয়র। অভিযোগের মধ্যে রয়েছে- হাট বাজারের নামমাত্র ইজারা প্রদান, পরিষদের কোনো রেজুলেশন ছাড়াই পৌর ফান্ডের রাজস্ব তহবিল থেকে অর্থ উত্তোলন।

এছাড়াও হোল্ডিং ট্যাক্স, বাসা বাড়ি নির্মাণের প্ল্যান অনুমোদন, জন্মনিবন্ধন ও ওয়ারিশন প্রত্যয়নের আয় তহবিলে জমা না করে সমুদয় টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এডিপি, পিআইসি, শহর উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, জলবায়ু প্রকল্পসহ আরো অন্যান্য প্রকল্প হতে অবৈধভাবে টাকা আত্মসাৎ করেন তিনি।

জয়পুরহাট প্রতিনিধি 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads