জোয়ারের লোনা পানিতে কোটি টাকার ফসল নষ্ট

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

জোয়ারের লোনা পানিতে কোটি টাকার ফসল নষ্ট

  • সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ এপ্রিল, ২০২১

উপজেলার চরজুবলী ইউনিয়নের ভুলুয়া নদীর পার্শ্ববর্তী ভেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে দুটি গ্রামের ফসলি জমি। জোয়ারের লবণাক্ত পানিতে নষ্ট হয়েছে প্রায় এক শত একর জমির রবিশস্য তরমুজ, ঢেঁড়স, সয়াবিন, মরিচ, আলু, ডাল। এতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। ক্ষতির মুখে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। ক্ষতিগ্রস্তদের দাবি পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় বাঁধটি সঠিক সময় মেরামত না করায় গত ৩-৪ বছর ধরে তারা বার বার ক্ষতির মুখে পড়ছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি বাঁধটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

মধ্যম ও দক্ষিণ চর ব্যাগ্গা গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা যায়, সুবর্ণচর ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মধ্যবর্তী সীমানায় ভুলুয়া নদী। পশ্চিমে রামগতির চর রমিজ ও পূর্বে সুবর্ণচরের চরজুবিলীর চর ব্যাগ্গা গ্রাম। পশ্চিমে চর জেগে উঠায় সীমাহীন ভাঙনের কবলে পড়ে পূর্বাঞ্চলের ভেড়িবাঁধ। উপকূলীয় অঞ্চলের লোকজনের সুবিধার কথা চিন্তা করে ১৯৮৬ সালে চর ব্যাগ্গা গ্রামে ভুলুয়া নদীর পাড়ে ভেড়িবাঁধ নির্মাণ করা হয়। বিভিন্ন সময় বন্যা ও প্রাকৃতিক জলোচ্ছ্বাসের সময় ক্ষতিগ্রস্ত হয় বাঁধটি। পরবর্তীতে ২০১৬ সালের দিকে তা মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ২০১৭ সালের শেষের দিকে ও ২০১৮ সালে আবারো ভাঙতে শুরু করে ভেড়িবাঁধটি। গত তিন বছর বাঁধের ভাঙাংশ দিয়ে আশপাশের বাড়িঘর, মাছের খামার ও ফসলি জমিতে ডুকে পড়ে নদীর লবণাক্ত পানি। আর চলতি বছরে ভরা কাটাল অমাবশ্যা ও পূর্ণিমার সময় জোয়ারে ভেড়িবাঁধের অন্তত ৩শ মিটার ভেঙে গিয়ে ফসলি জমিতে লবণাক্ত পানি ডুকতে শুরু করে। আর এ জোয়ারের পানিতে গত ২৬ মার্চ থেকে প্রতি বারো ঘণ্টায় এক বার জমিগুলো প্লাবিত হচ্ছে। এতে দুই তিন ঘণ্টা স্থায়ীভাবে কয়েক ফুট পানির নিচে তলিয়ে থাকার পর ক্ষেতে থাকা ফসল নিয়ে নদীতে নেমে যাচ্ছে জোয়ারের পানি। ভেড়িবাঁধ মেরামত না করায় শুকনো মৌসুমে যে পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, তা বর্ষায় আরো কয়েকগুণ বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুন উর রশিদ জানান, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষি ক্ষেতগুলো তিনি পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তার ব্যবস্থার আবেদন করা হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন কৃষকদের ফসলের ক্ষতির কথা স্বীকার করে বলেন, ব্যাগ্গা গ্রামের ভুলু নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত ভেড়িবাঁধটির মেরামতের জন্য সিডিএসপি আওতায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ করে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে। খুব দ্রুত বাঁধের ক্ষতিগ্রস্ত ৩শ মিটার মেরামতের কাজ শুরু করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads